ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৪৮৮ জন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 120

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ৬৬ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, এবং ময়মনসিংহ বিভাগে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৭৬,৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে ১,০১,২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন।
২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—তখন ৩,২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৪৮৮ জন

সর্বশেষ আপডেট ০৮:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ৬৬ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, এবং ময়মনসিংহ বিভাগে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৭৬,৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে ১,০১,২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন।
২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—তখন ৩,২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু ঘটে।