ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 94
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন, বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১,৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৬৩১ জনে।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৩,২১,১৭৯ জন।
































