ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছরে মৃত ১৪৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 146

ডেঙ্গুতে মৃত্যু (ফাইল ফটো)

এডিস মশাবাহী প্রাণঘাতী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, গত একদিনে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

চলতি বছরে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়- ৭৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

 

গত একদিনে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—১৪৪ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, পরিবেশে অপরিচ্ছন্নতা ও সঠিকভাবে মশা নিয়ন্ত্রণ না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, চলতি বছরে মৃত ১৪৫

সর্বশেষ আপডেট ০৭:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

এডিস মশাবাহী প্রাণঘাতী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, গত একদিনে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

চলতি বছরে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়- ৭৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

 

গত একদিনে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—১৪৪ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, পরিবেশে অপরিচ্ছন্নতা ও সঠিকভাবে মশা নিয়ন্ত্রণ না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।