ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৯৪
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 275
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৩৯৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৮৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৩ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন বরিশাল বিভাগ থেকে, অন্যজন চট্টগ্রাম বিভাগ থেকে।
































