ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল আসছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 67

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য দেন।

সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো দেশজুড়ে বিস্তৃত প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, অতীতে দেশের নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো ছিল না, কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। চুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি ভালো দিকেই যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মক ভোটিং সম্পর্কে সিইসি জানান, আইডিয়াল পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন—তা বোঝার লক্ষ্যেই এই উদ্যোগ। গত ১৫ বছরে অনেক ভোটার ভোটদান প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পাননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো ও শেখানোর পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারের ক্ষেত্রে সময় কত লাগে সেটিও পরখ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল আসছে

সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য দেন।

সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো দেশজুড়ে বিস্তৃত প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, অতীতে দেশের নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো ছিল না, কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। চুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি ভালো দিকেই যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মক ভোটিং সম্পর্কে সিইসি জানান, আইডিয়াল পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন—তা বোঝার লক্ষ্যেই এই উদ্যোগ। গত ১৫ বছরে অনেক ভোটার ভোটদান প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পাননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো ও শেখানোর পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারের ক্ষেত্রে সময় কত লাগে সেটিও পরখ করা হচ্ছে।