ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিম নিক্ষেপের অভিযোগ উড়িয়ে দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 13

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, “আমার কোনো রেকর্ড নেই যে, কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার সংঘর্ষ বা ঝগড়া হয়েছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগে অভিযোগ করেন, হামলাকারীরা তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের লোকজন। এ বিষয়ে জানতে চাইলে আব্বাস জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং কী ঘটেছে তা জানেন না।

তিনি আরও বলেন, “এ ধরনের অভিযোগ শুধুমাত্র সুযোগ খোঁজার চেষ্টা। তারা বহুদিন ধরে কোনো ধরনের ঝগড়া তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করছি—কখনো কোনো সংঘর্ষের রেকর্ড নেই।”

আব্বাস মন্তব্য করেন, এই ধরনের অভিযোগের পেছনে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে। “ওদের কিছু আলাদা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য তারা এই অভিযোগ করছে।”

ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “বর্তমানে সাধারণভাবে পরিস্থিতি ভালো আছে, তবে কিছু কেন্দ্রের অবকাঠামোগত সমস্যা আছে। যেমন রেলওয়ে স্কুলে, নির্মাণাধীন ভবনে কেন্দ্র বসানো হয়েছে, সেখানে ভোট দেওয়া সম্ভব নয়।”

ছোটখাটো সমস্যা সত্ত্বেও তিনি আশাবাদী যে নির্বাচনী পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিম নিক্ষেপের অভিযোগ উড়িয়ে দিলেন মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ০৭:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, “আমার কোনো রেকর্ড নেই যে, কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার সংঘর্ষ বা ঝগড়া হয়েছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগে অভিযোগ করেন, হামলাকারীরা তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের লোকজন। এ বিষয়ে জানতে চাইলে আব্বাস জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং কী ঘটেছে তা জানেন না।

তিনি আরও বলেন, “এ ধরনের অভিযোগ শুধুমাত্র সুযোগ খোঁজার চেষ্টা। তারা বহুদিন ধরে কোনো ধরনের ঝগড়া তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করছি—কখনো কোনো সংঘর্ষের রেকর্ড নেই।”

আব্বাস মন্তব্য করেন, এই ধরনের অভিযোগের পেছনে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে। “ওদের কিছু আলাদা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য তারা এই অভিযোগ করছে।”

ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “বর্তমানে সাধারণভাবে পরিস্থিতি ভালো আছে, তবে কিছু কেন্দ্রের অবকাঠামোগত সমস্যা আছে। যেমন রেলওয়ে স্কুলে, নির্মাণাধীন ভবনে কেন্দ্র বসানো হয়েছে, সেখানে ভোট দেওয়া সম্ভব নয়।”

ছোটখাটো সমস্যা সত্ত্বেও তিনি আশাবাদী যে নির্বাচনী পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে।