ডিভোর্স প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন যীশু সেনগুপ্ত
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 149
টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তাঁদের সংসারে রয়েছে দুই কন্যা সারা ও জারা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি, তবুও নেটদুনিয়ায় তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন বেশ জোরালো।
পূর্বে নীলাঞ্জনা জানিয়েছিলেন, জীবনের ঝড়ঝাপটা পেছনে ফেলে তিনি নতুনভাবে এগিয়ে যাচ্ছেন এবং বর্তমান সময়কে উপভোগ করছেন। কিন্তু এতদিন যীশু এই বিষয়ে নীরব ছিলেন।
সম্প্রতি তিনি বলেছেন, “বাইরে থেকে বইয়ের কভার দেখে বইয়ের বিচার করা ঠিক নয়। ব্যক্তিগত বিষয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে চাই না। তবে কয়েকজন কাছের মানুষের সঙ্গে আলোচনা করেছি।”
তিনি স্পষ্ট করে দেন, দাম্পত্যের সমস্যার কারণে তিনি স্ত্রী কিংবা অন্য কারও বিরুদ্ধে অবস্থান নেবেন না। তাঁর ভাষায়, “দুইজন মানুষ একসঙ্গে থাকতে না পারলেও এর মানে এই নয় যে আমি মানুষটার বিপক্ষে চলে গেছি। সমস্যা থাকলেও পাশে থাকার মানসিকতাই গুরুত্বপূর্ণ।”
এদিকে তাঁদের বড় মেয়ে সারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করেছেন। এ প্রসঙ্গে যীশু জানান, “সারা নিজে খুব স্মার্ট। যা করেছে তা নিজের সিদ্ধান্তে করেছে। আমি বা নীলাঞ্জনা তাকে কোনোভাবে প্রভাবিত করিনি।”
কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যীশু গুজরাতের মেয়ে শিনাল সুর্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং তাঁরা মুম্বাইয়ে একসঙ্গে থাকছেন। শিনাল দীর্ঘ পাঁচ বছর ধরে যীশুর সহকারী হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, যীশুর মুম্বাই ও দক্ষিণী সিনেমায় ব্যস্ততা এবং কলকাতার দূরত্বই দাম্পত্যে ফাটল তৈরি করেছে।
২০০৪ সালে যীশু ও নীলাঞ্জনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় নীলাঞ্জনা নিজেও অভিনয় জগতে সক্রিয় ছিলেন। পরে তাঁদের সংসারে জন্ম নেয় দুই কন্যা। তবে দীর্ঘ সম্পর্ক, সন্তান-সংসার ও কর্মব্যস্ততার মাঝেও ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, যা এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
































