মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না: সেনাবাহিনী
- সর্বশেষ আপডেট ০৯:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 93
কোন ধরনের মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না। যারা এ কাজ করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন সেনা সদর।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাসদরের এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র ও নির্বাচনের চর্চা হবে বলে প্রত্যাশা জানিয়েছে সেনাবাহিনী।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, “ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়টি আমরা এর আগেও জানিয়েছি। তবু কিছু স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তবে এগুলো করে তারা সুবিধা করতে পারবে না।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জেনেছি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। আমাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে আমরা তা পালন করব।”
কর্নেল শফিকুল ইসলাম জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যেই ৮০ শতাংশের বেশি হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি ২০ শতাংশ উদ্ধারের কাজ চলছে। এসব কার্যক্রম একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়তা করবে।
উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ নিয়ে তিনি বলেন, “মবের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। সেনাবাহিনী অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। তবে তথ্য পেতে বিলম্ব হলে কখনো কখনো দেরি হয়েছে। এখন পর্যন্ত এমন কোনো উদাহরণ নেই যে সেনাবাহিনীকে ডাকা হয়েছে কিন্তু যায়নি, অথবা উপস্থিত থেকেও অ্যাকশন নেয়নি।”
গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের বিষয়ে তিনি বলেন, “যাদের ডাকা হয়েছে সবাই কমিশনের সঙ্গে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও সেনাবাহিনী সহযোগিতা করবে। এর বাইরে যা শোনা যাচ্ছে, সেগুলো নিছক গুজব।”
আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “যদি কোনো দলের মিছিলে নিষেধাজ্ঞা থাকে, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যমকে অনুরোধ করছি সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার।”
আরাকান আর্মির তৎপরতা প্রসঙ্গে তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড পরিস্থিতি সামলাচ্ছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে।
































