ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন
- সর্বশেষ আপডেট ০৫:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 124
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের পুনর্বাসনে সক্রিয়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাশেদ খান বলেন, “আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন।”
রাশেদ খান আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করেছেন। এখন দলের পুনর্গঠন করার দায়িত্ব নিন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধূলা দেওয়ার কোনো লাভ নেই।”

পোস্টের সঙ্গে তিনি একটি পত্রিকার ফটোকার্ডও শেয়ার করেছেন, যেখানে জিটিওকে দেওয়া ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের উদ্ধৃতি রয়েছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ হলেও কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
































