ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বিদ্যালয়ে ১১ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 78

ঠাকুরগাঁও বিদ্যালয়ে ১১ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ১১ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন। তারা বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য শিক্ষার্থীদের ক্লাস স্থগিত করে বাড়ি পাঠানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীদের ক্লাসে ফেরার কিছুক্ষণ পর প্রথম একজন শ্বাসকষ্ট অনুভব করে। এরপর একই শ্রেণির আরও চারজন একই উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীদের চিৎকারে শিক্ষকরা দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন: নজরুল ইসলামের মেয়ে মিম (১১), আনোয়ার হোসেনের মেয়ে লামিয়া (১২), সুমন ইসলামের মেয়ে মুসকান (১২), সুর্য চন্দ্র বর্মনের মেয়ে দৃষ্টি (১১), শরিফুল ইসলামের মেয়ে সুমাইয়া (১৩), যতিষ চন্দ্রের মেয়ে পূজা রাণীসহ মোট ১১ জন। তাদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরানো হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা জানিয়েছেন, খাবারের পর স্কুলের টিউবওয়েল থেকে পানি পান করার পরই মাথা ঘোরা, বমি ও পেট ব্যথা শুরু হয়। কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, প্রথমে একাধিক অসুস্থতা অ্যালার্জির কারণে মনে হলেও পরপর ১১ জনের একই উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

ছাত্রীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে প্রশাসনের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া আক্তার বলেন, ছাত্রীদের মধ্যে কোনো সংক্রমণের লক্ষণ নেই। সবাই একই ধরনের বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়েছিলেন। খাদ্য বা পানিতে কোনো রাসায়নিক উপস্থিতি আছে কি না তা পরীক্ষা করা জরুরি।

আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মুখে খাবার দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। সবকিছু সকাল পর্যন্ত স্বাভাবিক ছিল, হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ স্কুলে গেছে এবং অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা কী খেয়ে অসুস্থ হয়েছে তা তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠাকুরগাঁও বিদ্যালয়ে ১১ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সর্বশেষ আপডেট ০৪:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ১১ ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন। তারা বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য শিক্ষার্থীদের ক্লাস স্থগিত করে বাড়ি পাঠানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীদের ক্লাসে ফেরার কিছুক্ষণ পর প্রথম একজন শ্বাসকষ্ট অনুভব করে। এরপর একই শ্রেণির আরও চারজন একই উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীদের চিৎকারে শিক্ষকরা দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন: নজরুল ইসলামের মেয়ে মিম (১১), আনোয়ার হোসেনের মেয়ে লামিয়া (১২), সুমন ইসলামের মেয়ে মুসকান (১২), সুর্য চন্দ্র বর্মনের মেয়ে দৃষ্টি (১১), শরিফুল ইসলামের মেয়ে সুমাইয়া (১৩), যতিষ চন্দ্রের মেয়ে পূজা রাণীসহ মোট ১১ জন। তাদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরানো হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা জানিয়েছেন, খাবারের পর স্কুলের টিউবওয়েল থেকে পানি পান করার পরই মাথা ঘোরা, বমি ও পেট ব্যথা শুরু হয়। কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, প্রথমে একাধিক অসুস্থতা অ্যালার্জির কারণে মনে হলেও পরপর ১১ জনের একই উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

ছাত্রীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে প্রশাসনের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া আক্তার বলেন, ছাত্রীদের মধ্যে কোনো সংক্রমণের লক্ষণ নেই। সবাই একই ধরনের বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়েছিলেন। খাদ্য বা পানিতে কোনো রাসায়নিক উপস্থিতি আছে কি না তা পরীক্ষা করা জরুরি।

আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মুখে খাবার দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত। সবকিছু সকাল পর্যন্ত স্বাভাবিক ছিল, হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ স্কুলে গেছে এবং অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা কী খেয়ে অসুস্থ হয়েছে তা তদন্ত চলছে।