ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাভেল ব্যাগ খুলতেই মিললো যুবকের খণ্ডিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০১:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 159

টঙ্গী পূর্ব থানা

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় নান্না বিরিয়ানির হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মরদেহ পাওয়া যায়। নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয়রা জানান, সকালে একটি পথশিশু ব্যাগটি দেখে আশেপাশের দোকানদারদের ডেকে আনে। তারা কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখতে পান, এক যুবকের কয়েকটি টুকরো লাশ সেখানে রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে।

মরদেহের মধ্যে ছিল মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা এবং বাম পায়ের ঊরুর কয়েকটি টুকরো।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশকে অনেক টুকরো করে ওই ব্যাগে রেখে পালিয়ে গেছে। পুলিশ মরদেহের অংশগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাভেল ব্যাগ খুলতেই মিললো যুবকের খণ্ডিত মরদেহ

সর্বশেষ আপডেট ০১:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় নান্না বিরিয়ানির হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মরদেহ পাওয়া যায়। নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয়রা জানান, সকালে একটি পথশিশু ব্যাগটি দেখে আশেপাশের দোকানদারদের ডেকে আনে। তারা কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখতে পান, এক যুবকের কয়েকটি টুকরো লাশ সেখানে রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে।

মরদেহের মধ্যে ছিল মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা এবং বাম পায়ের ঊরুর কয়েকটি টুকরো।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশকে অনেক টুকরো করে ওই ব্যাগে রেখে পালিয়ে গেছে। পুলিশ মরদেহের অংশগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।