টেক্সাসে প্রকাশ্যে কোরআন পোড়ালেন ট্রাম্পের দলের নেত্রী
- সর্বশেষ আপডেট ০৯:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 142
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান কংগ্রেস প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ প্রকাশ্যে কোরআন পোড়িয়েছেন। তার এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী গোমেজ ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে কোরআন পুড়িয়ে ভিডিওটি নিজেই শেয়ার করেন। ভিডিওতে তিনি ইসলামকে “সন্ত্রাসবাদী ধর্ম” আখ্যা দিয়ে মুসলিমদের অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দেন। তিনি যুক্তরাষ্ট্রকে খ্রিস্টান দেশ হিসেবে আখ্যায়িত করেন এবং ইসলাম বিদ্যমান থাকলে টেক্সাসে নারীরা ও শিশুদের বিপদে পড়বে বলে হুমকি দেন। ভিডিওতে ইসরাইলের প্রতি সমর্থনও প্রকাশ করেছেন তিনি।
ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, তবে টুইটারে (এক্সে) এখনও অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। ইলন মাস্কেরও সমালোচনা হয়েছে এ ঘটনায়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখা আলী আলমারি বলেন, “যদি তিনি সত্যিই খ্রিস্টানদের নিরাপত্তার কথা ভাবতেন, তবে নিপীড়নের শিকার মানুষের পাশে থাকতেন, নির্যাতনকারী পক্ষের পাশে নয়।” তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল মন্তব্য করেছে যে, কলম্বিয়ায় জন্ম নেয়া গোমেজ রাজনৈতিক সুবিধার জন্য মুসলিম ও অভিবাসীবিরোধী প্রচারণা চালাচ্ছেন।

































