শিরোনাম
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
- সর্বশেষ আপডেট ০৮:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 71
কক্সবাজারের টেকনাফে মুরগির খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকেই মো. শামীম (২০) নামে এক যুবককে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে শামীমের খামারে অভিযান চালানো হয়। সেখানে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আটক শামীম কুতুবদিয়াপাড়ার আব্দুল আজিজের ছেলে। পুলিশের মতে, উদ্ধার করা ইয়াবাগুলোর বাজারমূল্য কয়েক কোটি টাকা। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।




































