ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে সারজিস আলমের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
  • সর্বশেষ আপডেট ১০:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 167

টেকনাফে সারজিস আলমের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জনগণকে আহ্বান জানিয়েছেন, কোনো নির্বাচনে মাদক কারবারি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট না দিতে।

রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফনদীর জেটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই স্থানীয় সাধারণ মানুষ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আলোচনার সময় সারজিস আলম তাদের কাছে জানতে চান—জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে তারা কতটা জানেন, তাকে চেনেন কি না। উত্তর পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান কতটা কমেছে এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট মাদক সিন্ডিকেট এখনও সক্রিয় কি না—এই বিষয়গুলো নিয়েও খোঁজখবর নেন সারজিস আলম। তিনি বলেন, “যারা মাদক সিন্ডিকেট চালায়, তারা জনগণের শত্রু। এদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই মুখ্য।”

তিনি সাধারণ মানুষকে রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিন সৎ ও সাহসী নেতৃত্বকে, যারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে।” একইসঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আহ্বানও জানান।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল ও রবিউল আলম সারজিস আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে বিকেল একটার দিকে সারজিস আলম কক্সবাজারের উদ্দেশে শাহপরীর দ্বীপ ত্যাগ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টেকনাফে সারজিস আলমের আহ্বান

সর্বশেষ আপডেট ১০:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জনগণকে আহ্বান জানিয়েছেন, কোনো নির্বাচনে মাদক কারবারি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট না দিতে।

রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফনদীর জেটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই স্থানীয় সাধারণ মানুষ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আলোচনার সময় সারজিস আলম তাদের কাছে জানতে চান—জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে তারা কতটা জানেন, তাকে চেনেন কি না। উত্তর পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান কতটা কমেছে এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট মাদক সিন্ডিকেট এখনও সক্রিয় কি না—এই বিষয়গুলো নিয়েও খোঁজখবর নেন সারজিস আলম। তিনি বলেন, “যারা মাদক সিন্ডিকেট চালায়, তারা জনগণের শত্রু। এদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই মুখ্য।”

তিনি সাধারণ মানুষকে রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভোট দিন সৎ ও সাহসী নেতৃত্বকে, যারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে।” একইসঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আহ্বানও জানান।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল ও রবিউল আলম সারজিস আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে বিকেল একটার দিকে সারজিস আলম কক্সবাজারের উদ্দেশে শাহপরীর দ্বীপ ত্যাগ করেন।