টেকনাফে মিনিট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- সর্বশেষ আপডেট ০৬:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 60
কক্সবাজারের টেকনাফে মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে ঘটে।
নিহতরা হলেন—হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার মো. সেলিমের ছেলে অটোরিকশাচালক মো. ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
স্থানীয়রা জানান, হ্নীলা থেকে টেকনাফগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারগামী মাছবোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল আবছার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ট্রাক জব্দের প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


































