টেকনাফে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা
- সর্বশেষ আপডেট ০৮:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 162
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, “উখিয়া-টেকনাফের মানুষ, আমি আপনাদের পরীক্ষিত সন্তান। আমি মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি আজীবন এই জনপদের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। সচেতন হলে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারব। প্রতিটি গ্রামে-গঞ্জে তারেক রহমানের ৩১ দফা জানানো প্রয়োজন।”
পথসভায় জেলা বিএনপির সদস্য সোলাতান আহমেদ বি.এ বলেন, “আমাদের নেতা জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই বলেছিল, বিএনপির কোনো চিহ্ন থাকবে না। আমরা ফ্যাসিবাদের নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, মামলার শিকার হয়েছি, তারপরও দল ছাড়িনি।”
তিনি টেকনাফে স্থানীয় রাজনীতিতে স্বার্থপরতার কথাও তুলে ধরে বলেন, “বিগত দিনে যারা টেকনাফকে ব্যবহার করেছে, সবাই জানে। আমাদের দলের হাইকমান্ডকে জানাতে চাই, এবার আমরা টেকনাফ থেকে প্রার্থী চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সোলাতান আহমেদ (বি.এ), টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।


































