ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: বিমান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 192

সংবাদ সম্মেলনে বক্তব্য রাকছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো কেউই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।”

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি জানান, দেশে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংখ্যা প্রায় পাঁচ হাজার হলেও অনিবন্ধিত এজেন্টের সংখ্যা ২০ হাজারেরও বেশি। এসব অনিবন্ধিত এজেন্ট বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করছে। এমনকি অনলাইন ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেও দুর্বৃত্তায়ন বেড়েছে এবং দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, নৈরাজ্যকারী ট্রাভেল এজেন্টদের শনাক্তে তালিকা তৈরি হচ্ছে। তবে সংখ্যার চেয়ে সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে।

তিনি আরও জানান, নৈরাজ্য বেশি এমন গন্তব্য চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন চারটি দাগে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, শিগগিরই আরও একজন যুক্ত হবেন।

সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কর ফাইল খোলা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, “কে জড়িত সেটা কোনো বিষয় নয়। সে আমার পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত কেউ হলেও রেহাই পাবে না।”

২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী টিকিটে মূল্য না লিখলে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টিকিট সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: বিমান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো কেউই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।”

সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকিটের মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি জানান, দেশে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংখ্যা প্রায় পাঁচ হাজার হলেও অনিবন্ধিত এজেন্টের সংখ্যা ২০ হাজারেরও বেশি। এসব অনিবন্ধিত এজেন্ট বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করছে। এমনকি অনলাইন ট্রাভেল এজেন্টের ক্ষেত্রেও দুর্বৃত্তায়ন বেড়েছে এবং দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, নৈরাজ্যকারী ট্রাভেল এজেন্টদের শনাক্তে তালিকা তৈরি হচ্ছে। তবে সংখ্যার চেয়ে সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে।

তিনি আরও জানান, নৈরাজ্য বেশি এমন গন্তব্য চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন চারটি দাগে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, শিগগিরই আরও একজন যুক্ত হবেন।

সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কর ফাইল খোলা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, “কে জড়িত সেটা কোনো বিষয় নয়। সে আমার পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত কেউ হলেও রেহাই পাবে না।”

২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী টিকিটে মূল্য না লিখলে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।