শিরোনাম
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
- সর্বশেষ আপডেট ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 681
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Tag :
#করাতিপাড়াবাইপাস #টাঙ্গাইলদুর্ঘটনা #ট্রাকমাইক্রোবাসদুর্ঘটনা #দুর্ঘটনাখবর #নিহত৩ #বাংলাদেশসংবাদ #বাসাইল #মাইক্রোবাসদুর্ঘটনা #যমুনাসেতুমহাসড়ক #সড়কদুর্ঘটনা টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ৩ পেছনে মাইক্রোবাসের






































