টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- সর্বশেষ আপডেট ০৭:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 104
গাজীপুরের টঙ্গীতে সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় মেইলগেইট থেকে শুরু হওয়া র্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালিতে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির খান, যুবদল নেতা রিগেন, বিজয় সরকারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মেহনতি ও সাধারণ মানুষের আস্থার ঠিকানা।
র্যালি চলাকালে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে শ্লোগান দেন, যা শহরের বিভিন্ন এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।


































