ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আঙুল কেটে নিল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 85

টঙ্গী পূর্ব থানা

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক তরুণের হাতের চারটি আঙুল কেটে নেয় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। আহত হয়েছেন আরও দুইজন।

ঘটনাটি ঘটে রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে টঙ্গীর ভরান এলাকায়। আহতদের মধ্যে তাসরিফ (২৫), আবির (২৪) ও সিয়াম (২৪) নামে তিন তরুণ রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ‘ভরানের সৈকত বাহিনী’ ও ‘তাসরিফ বাহিনী’ নামে দুই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সৈকত বাহিনীর সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের নেতা তাসরিফের বাম হাতের চারটি আঙুল ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয়। এসময় আবির ও সিয়ামকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) পাঠানো হয়।

রাত সাড়ে নয়টার দিকে একই এলাকায় তাসরিফ বাহিনীর সদস্যরা প্রতিশোধ নিতে সৈকত বাহিনীর সদস্যদের ওপর পাল্টা হামলা চালায়। এতে সৈকত বাহিনীর তিন সদস্য—সিয়াম, শাওন ও সুমন—গুরুতর আহত হন।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, “দুইটি কিশোর গ্যাংয়ের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আঙুল কেটে নিল প্রতিপক্ষ

সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক তরুণের হাতের চারটি আঙুল কেটে নেয় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। আহত হয়েছেন আরও দুইজন।

ঘটনাটি ঘটে রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে টঙ্গীর ভরান এলাকায়। আহতদের মধ্যে তাসরিফ (২৫), আবির (২৪) ও সিয়াম (২৪) নামে তিন তরুণ রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ‘ভরানের সৈকত বাহিনী’ ও ‘তাসরিফ বাহিনী’ নামে দুই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সৈকত বাহিনীর সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের নেতা তাসরিফের বাম হাতের চারটি আঙুল ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয়। এসময় আবির ও সিয়ামকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) পাঠানো হয়।

রাত সাড়ে নয়টার দিকে একই এলাকায় তাসরিফ বাহিনীর সদস্যরা প্রতিশোধ নিতে সৈকত বাহিনীর সদস্যদের ওপর পাল্টা হামলা চালায়। এতে সৈকত বাহিনীর তিন সদস্য—সিয়াম, শাওন ও সুমন—গুরুতর আহত হন।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, “দুইটি কিশোর গ্যাংয়ের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”