অভিযোগ জবি শিক্ষক সমিতির
জোবায়েদ হত্যা মামলার তদন্তে পুলিশ নাটক সাজাচ্ছে
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 137
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পুলিশের দাবি অনুযায়ী ঘটনাটি প্রেমঘটিত কারণে ঘটেছে বলে জানা গেলেও, শিক্ষক সমিতির নেতাদের অভিযোগ—“ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তদন্তকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে।”
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন। তিনি বলেন, “জোবায়েদ এমন চরিত্রের ছেলে নয়। প্রেমের গল্প সাজিয়ে তার চরিত্রহনন করা হয়েছে। এতে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে। আমরা চাই, সত্যিকারের অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক—নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়।”
অধ্যাপক রইছ উদ্দীন আরও বলেন, “মামলার এজাহারে শাবনাম বর্ষার (ইন্ধনদাতা হিসেবে উল্লেখিত) একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল—সে জোবায়েদের অবস্থান শনাক্ত করে রুমমেটকে জানিয়েছিল। কিন্তু কেন সেটি এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি, তা পরিষ্কার নয়।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো ও লাল টি-শার্ট পরা দুই ব্যক্তি জোবায়েদকে খুন করছে। তারা কি সেই দুজন আসামি? তাদের পোশাক কি জব্দ করা হয়েছে? জোবায়েদকে একবার ছুরিকাঘাত করা হয়েছে—তাহলে মাহিরের মতো কম উচ্চতার কেউ কীভাবে এত সহজে তাকে হত্যা করতে পারে? নাকি পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল?”
তিনি জানান, আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসটি জোবায়েদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। পাশাপাশি, মামলার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগের ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক, মামলার বাদীপক্ষের আইনজীবী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
































