ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে হাইকোর্টে রুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 61

হাইকোর্ট

হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীক ব্যবহার করতে হবে—এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৭ নভেম্বর এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন একটি রিট দায়ের করেন। রিটে তিনি দাবি করেন, জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক বাধ্যতামূলক করার বিধান সংবিধানবিরোধী ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি জোটবদ্ধ নির্বাচনে অভিন্ন প্রতীক ব্যবহারের অনুমতি বহাল রাখার আবেদন জানান। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব এবং ইসি সচিবকে বিবাদী করা হয়।

মোমিনুল আমিনের অভিযোগ, আরপিও সংশোধনীর মাধ্যমে অন্যায়ভাবে জামায়াত ও এনসিপিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে হাইকোর্টে রুল

সর্বশেষ আপডেট ০৮:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীক ব্যবহার করতে হবে—এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৭ নভেম্বর এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন একটি রিট দায়ের করেন। রিটে তিনি দাবি করেন, জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক বাধ্যতামূলক করার বিধান সংবিধানবিরোধী ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি জোটবদ্ধ নির্বাচনে অভিন্ন প্রতীক ব্যবহারের অনুমতি বহাল রাখার আবেদন জানান। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব এবং ইসি সচিবকে বিবাদী করা হয়।

মোমিনুল আমিনের অভিযোগ, আরপিও সংশোধনীর মাধ্যমে অন্যায়ভাবে জামায়াত ও এনসিপিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য রয়েছে।