ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 183

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ৯০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র; এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র সরবরাহ করবে। এই অস্ত্র চুক্তির প্রস্তাবিত প্যাকেজের মূল্য প্রায় ৯০ বিলিয়ন ডলার। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনের তৈরি ড্রোনও কিনবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবারের বৈঠককে ‘এখন পর্যন্ত সেরা বৈঠক’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, বরং নিরাপত্তা নিশ্চয়তার সরাসরি অংশীদার হবে; এমন ইঙ্গিত স্পষ্ট হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র কীভাবে এই সহায়তা দেবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

আলাস্কায় গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর, সোমবার জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের সহায়তা দেবে এবং ইউরোপীয় দেশগুলোও এতে অংশ নেবে।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত চুক্তি আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভূখণ্ড বিনিময়ের মতো জটিল ইস্যুতে আলোচনাটি হবে সরাসরি পুতিন ও তাঁর মধ্যে।

হোয়াইট হাউস বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন। সেই বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে তিনি নিজেও থাকবেন। যদিও সময় ও স্থান সম্পর্কে এখনো কিছু নির্দিষ্ট করা হয়নি।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। জানা যায়, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প, এবং দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়।

ট্রাম্প বলেন, “আমি বিশ্বের ছয়টি যুদ্ধ থামিয়েছি। ভেবেছিলাম এই যুদ্ধ সহজে থামবে, কিন্তু এটি সবচেয়ে কঠিন। তবুও আমি বিশ্বাস করি, আমরা সমাধান খুঁজে পাব।”

তিনি আরও যোগ করেন, “এখন যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তি দরকার। যুদ্ধবিরতি মানে আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে। কিন্তু শান্তিচুক্তি হলে টেকসই সমাধান সম্ভব।”

জেলেনস্কি একইভাবে আশা প্রকাশ করে বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন সমঝোতা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

সর্বশেষ আপডেট ১২:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র; এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র সরবরাহ করবে। এই অস্ত্র চুক্তির প্রস্তাবিত প্যাকেজের মূল্য প্রায় ৯০ বিলিয়ন ডলার। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনের তৈরি ড্রোনও কিনবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবারের বৈঠককে ‘এখন পর্যন্ত সেরা বৈঠক’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, বরং নিরাপত্তা নিশ্চয়তার সরাসরি অংশীদার হবে; এমন ইঙ্গিত স্পষ্ট হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র কীভাবে এই সহায়তা দেবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

আলাস্কায় গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর, সোমবার জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের সহায়তা দেবে এবং ইউরোপীয় দেশগুলোও এতে অংশ নেবে।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত চুক্তি আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভূখণ্ড বিনিময়ের মতো জটিল ইস্যুতে আলোচনাটি হবে সরাসরি পুতিন ও তাঁর মধ্যে।

হোয়াইট হাউস বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন। সেই বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে তিনি নিজেও থাকবেন। যদিও সময় ও স্থান সম্পর্কে এখনো কিছু নির্দিষ্ট করা হয়নি।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। জানা যায়, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প, এবং দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়।

ট্রাম্প বলেন, “আমি বিশ্বের ছয়টি যুদ্ধ থামিয়েছি। ভেবেছিলাম এই যুদ্ধ সহজে থামবে, কিন্তু এটি সবচেয়ে কঠিন। তবুও আমি বিশ্বাস করি, আমরা সমাধান খুঁজে পাব।”

তিনি আরও যোগ করেন, “এখন যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তি দরকার। যুদ্ধবিরতি মানে আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে। কিন্তু শান্তিচুক্তি হলে টেকসই সমাধান সম্ভব।”

জেলেনস্কি একইভাবে আশা প্রকাশ করে বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন সমঝোতা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।