ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 105

নিহতের নাম মো. জাহিদ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাহিদ (২০)। বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, রাত সাড়ে ৩টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবার জানায়, ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হলে একটি ককটেল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তিনি রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত

সর্বশেষ আপডেট ১০:৩২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাহিদ (২০)। বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, রাত সাড়ে ৩টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবার জানায়, ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হলে একটি ককটেল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তিনি রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।