ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলুমের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 119

ড. ইউনূস - জিএম কাদের

দেশব্যাপী অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে। কোথাও কোনো নিরাপত্তা নেই, শুধু সংখ্যালঘু নয়; এই দেশের কোনো নাগরিকই আজ নিরাপদ নয়।”

তিনি বলেন, “বর্তমানে দেশে সরকারের প্রছন্ন সমর্থনে মব ভায়োলেন্স চলছে। সাধারণ মানুষ ‘ফ্যাসিস্ট’ কিংবা ‘ফ্যাসিস্টের দোসর’ অপবাদ দিয়ে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। এতে চারদিকে এক ধরনের আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।”

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত হামলা প্রসঙ্গে তিনি বলেন, “ঘরবাড়ি ভাঙচুর ও ভয়াবহ সহিংসতা সভ্য সমাজে একেবারেই বেমানান। একটি যুবক সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে দেয়, তারপর সেই ঘৃণার জেরে ভয়াবহ হামলা হয়; এই পরিস্থিতি জনমনে আতঙ্ক ও আশঙ্কা সৃষ্টি করেছে।”

জি এম কাদের বলেন, “এই ধরনের হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। বারবার সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “দেশে যেন আর কোনোভাবে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”

বিবৃতিতে জি এম কাদের অন্তর্বর্তী সরকারের ভূমিকারও সমালোচনা করেন এবং বলেন, “এই অব্যবস্থার দায় সরকারকেই নিতে হবে। মানুষ আজ অনিশ্চয়তা, ভয় এবং দমন-পীড়নের ছায়ায় দিন কাটাচ্ছে।”

তিনি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবাধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলুমের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৬:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দেশব্যাপী অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে। কোথাও কোনো নিরাপত্তা নেই, শুধু সংখ্যালঘু নয়; এই দেশের কোনো নাগরিকই আজ নিরাপদ নয়।”

তিনি বলেন, “বর্তমানে দেশে সরকারের প্রছন্ন সমর্থনে মব ভায়োলেন্স চলছে। সাধারণ মানুষ ‘ফ্যাসিস্ট’ কিংবা ‘ফ্যাসিস্টের দোসর’ অপবাদ দিয়ে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। এতে চারদিকে এক ধরনের আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।”

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত হামলা প্রসঙ্গে তিনি বলেন, “ঘরবাড়ি ভাঙচুর ও ভয়াবহ সহিংসতা সভ্য সমাজে একেবারেই বেমানান। একটি যুবক সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে দেয়, তারপর সেই ঘৃণার জেরে ভয়াবহ হামলা হয়; এই পরিস্থিতি জনমনে আতঙ্ক ও আশঙ্কা সৃষ্টি করেছে।”

জি এম কাদের বলেন, “এই ধরনের হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। বারবার সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “দেশে যেন আর কোনোভাবে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”

বিবৃতিতে জি এম কাদের অন্তর্বর্তী সরকারের ভূমিকারও সমালোচনা করেন এবং বলেন, “এই অব্যবস্থার দায় সরকারকেই নিতে হবে। মানুষ আজ অনিশ্চয়তা, ভয় এবং দমন-পীড়নের ছায়ায় দিন কাটাচ্ছে।”

তিনি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবাধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।