ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই হত্যায় শেখ হাসিনাসহ ৪১ বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 12

ঢাকার আদালত জুলাই আন্দোলনের সময় ট্রাক চালক ও অটোরিকশা চালকের হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় ৬৪ জনের অভিযোগপত্র গ্রহণ করেন। হত্যাকাণ্ডে জড়িত ৪১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার মধ্যে দুই মামলায় আসামি শেখ হাসিনাও রয়েছেন। রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এছাড়া প্লট দুর্নীতির পাঁচ মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জুলাই হত্যার আরও কয়েক ডজন মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই হত্যায় শেখ হাসিনাসহ ৪১ বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ আপডেট ০৪:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ঢাকার আদালত জুলাই আন্দোলনের সময় ট্রাক চালক ও অটোরিকশা চালকের হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় ৬৪ জনের অভিযোগপত্র গ্রহণ করেন। হত্যাকাণ্ডে জড়িত ৪১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার মধ্যে দুই মামলায় আসামি শেখ হাসিনাও রয়েছেন। রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এছাড়া প্লট দুর্নীতির পাঁচ মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জুলাই হত্যার আরও কয়েক ডজন মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে।