জুলাই স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল
- সর্বশেষ আপডেট ১২:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 158
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি গ্রহণ করা হলেও, তা শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই কর্মসূচি নিয়ে শুরু থেকেই নানা দ্বিধা ছিল। পরিকল্পনা ও আলোচনার বিভিন্ন পর্যায়ে এটি কখনো বাদ দেওয়া হয়, আবার যুক্তও হয়। তবে সর্বশেষ আলোচনায় এটি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
ফারুকী বলেন, “আমরা কৃতজ্ঞ আপনাদের মতামতের জন্য। দ্রুত একটি অভ্যন্তরীণ সভায় সিদ্ধান্ত হয়েছে—এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হচ্ছে। সংশোধিত স্লাইডও শিগগির প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, ব্ল্যাকআউট কর্মসূচি ছাড়া বাকি সব কার্যক্রম পূর্বঘোষিত সূচি অনুযায়ীই চলবে। তিনি আহ্বান জানান—“আসুন, আমরা আবার সংযুক্ত হই, সংগঠিত হই, এবং জুলাই বিপ্লবের চেতনায় আগুন জ্বালিয়ে দিই নতুন করে।”
এর আগে ২ জুলাই রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালায় ১৮ জুলাই ১ মিনিট ইন্টারনেট বন্ধ রাখার কথা উল্লেখ ছিল, যা নিয়ে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।































