শিরোনাম
নাহিদ ইসলাম
জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 91
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। তিনি জানান, পার্টি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান রাখে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম ব্রিফিংয়ে বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নেই এবং জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে।
তিনি আরও জানান, পার্টি নিবন্ধনের প্রক্রিয়া চলছে এবং শাপলা প্রতীক পাওয়ার আশা রাখে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দলের উপস্থিতি আরও শক্তিশালী করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
































