নীলফামারীতে নাহিদ ইসলাম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি
- সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 180
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের বিপুল সাড়া পাচ্ছি। খুব দ্রুত এই পদযাত্রা সারা দেশে ছড়িয়ে পড়বে। শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুইবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ভয় দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
“আগের বিস্ফোরণের ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাইনি। যদি প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী একটি নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে দেশের মানুষ এবং শহীদদের নিরাপত্তার কী হবে? এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব—এমন আস্থা আমরা পাচ্ছি না,” বলেন নাহিদ।
কবর জিয়ারতের সময় নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর।
এর আগে সৈয়দপুরে এনসিপির জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে তাদের স্বাগত জানান জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতৃবৃন্দ।
































