ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের সুপারিশ জমা আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 109

জুলাই জাতীয় সনদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাবনা চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এসব সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ কমিশনের ছয় সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে সদস্যরা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের প্রস্তাবিত পদক্ষেপগুলোও দ্রুত কার্যকর করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা বৈঠকে কমিশনের কাজের পুরো প্রক্রিয়া — যেমন আলোচনার নথি, ভিডিও, অডিও ও ছবি — যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে তা রাষ্ট্রীয় নথি হিসেবে ব্যবহার করা যায়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে। দুই দিন পর গণফোরামও এতে যোগ দেয়। তবে এনসিপি ও কয়েকটি বাম দল এখনো স্বাক্ষর করেনি।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসেছিল গত ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ আট মাসের আলোচনার পর কমিশন সনদের বাস্তবায়ন প্রস্তাব চূড়ান্ত করেছে।

কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আমরা এমন একটি কাঠামো প্রস্তাব করেছি যা বাংলাদেশে জবাবদিহিমূলক ও স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দল ছাড়াও আইনজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের সুপারিশ জমা আজ

সর্বশেষ আপডেট ১১:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাবনা চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এসব সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ কমিশনের ছয় সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে সদস্যরা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের প্রস্তাবিত পদক্ষেপগুলোও দ্রুত কার্যকর করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা বৈঠকে কমিশনের কাজের পুরো প্রক্রিয়া — যেমন আলোচনার নথি, ভিডিও, অডিও ও ছবি — যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে তা রাষ্ট্রীয় নথি হিসেবে ব্যবহার করা যায়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে। দুই দিন পর গণফোরামও এতে যোগ দেয়। তবে এনসিপি ও কয়েকটি বাম দল এখনো স্বাক্ষর করেনি।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসেছিল গত ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ আট মাসের আলোচনার পর কমিশন সনদের বাস্তবায়ন প্রস্তাব চূড়ান্ত করেছে।

কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আমরা এমন একটি কাঠামো প্রস্তাব করেছি যা বাংলাদেশে জবাবদিহিমূলক ও স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দল ছাড়াও আইনজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।”