ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তেব্যের ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 94

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার জুলাই যোদ্ধাদের বিষয়ে দেওয়া বক্তব্যের আংশিক প্রচার হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি জানান, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল জুলাই যোদ্ধাদের সম্মানিত করা এবং কোনোভাবেই ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ না লাগানো।

রোববার রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রচার করা হয়েছে, যা আসলে কাটছাঁট করে আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান জানাই, বক্তব্য কাটিং করে প্রচার না করতে।”

সালাহউদ্দিন আরও বলেন, “বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা সফল হবে না। আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মান প্রদানের চেষ্টা করেছি। জামায়াতের আমিরও একই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেটিকে আমি সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।”

তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কিছু উশৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলেও, জুলাই যোদ্ধারা এতে জড়িত ছিল বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আমরা সবসময় সম্মান করি। যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা আমাদের শক্তি। তারা যাতে সমালোচিত না হন, তা আমাদের দায়িত্ব।”

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, গণভোট বিষয়ে প্রয়োজনে পুনরায় আলোচনা হবে এবং সরকার সবকিছু বিবেচনায় প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে, শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেন সালাহউদ্দিন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সমালোচনা সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তেব্যের ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন

সর্বশেষ আপডেট ০১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার জুলাই যোদ্ধাদের বিষয়ে দেওয়া বক্তব্যের আংশিক প্রচার হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি জানান, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল জুলাই যোদ্ধাদের সম্মানিত করা এবং কোনোভাবেই ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ না লাগানো।

রোববার রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রচার করা হয়েছে, যা আসলে কাটছাঁট করে আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান জানাই, বক্তব্য কাটিং করে প্রচার না করতে।”

সালাহউদ্দিন আরও বলেন, “বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা সফল হবে না। আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মান প্রদানের চেষ্টা করেছি। জামায়াতের আমিরও একই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেটিকে আমি সমর্থন করি। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।”

তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কিছু উশৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলেও, জুলাই যোদ্ধারা এতে জড়িত ছিল বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আমরা সবসময় সম্মান করি। যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা আমাদের শক্তি। তারা যাতে সমালোচিত না হন, তা আমাদের দায়িত্ব।”

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, গণভোট বিষয়ে প্রয়োজনে পুনরায় আলোচনা হবে এবং সরকার সবকিছু বিবেচনায় প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে, শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেন সালাহউদ্দিন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সমালোচনা সৃষ্টি হয়।