জুলাই বিশেষ ট্রেনের কোচ নিয়ে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০২:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 115
রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী ‘জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন’ প্রায় এক ঘণ্টা বিলম্বের পর যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে যাত্রীরা বিশেষ ট্রেনের কোচগুলো যাত্রার জন্য উপযোগী নয় বলে অভিযোগ করে বিক্ষোভ শুরু করেন। তারা বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন।
আন্দোলনকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে ঢাকাগামী ছাড়ার কথা থাকলেও কোচ ও বগি ভালো না হওয়ায় তারা রেললাইনে অবস্থান নেন এবং আরও মানসম্মত ট্রেনের দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে যাওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে আন্দোলনকারীরা দু’ভাগে বিভক্ত হয়ে একাংশ বিশেষ ট্রেনে এবং অন্যাংশ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বরাদ্দকৃত ট্রেনগুলো যথেষ্ট মানসম্পন্ন। বিষয়টি একটি ভুল বোঝাবুঝি ছিল।
তিনি আরও বলেন, যাত্রীদের বুঝিয়ে বিশেষ ট্রেনে তুলে দেওয়া হয়। কয়েকজন যাত্রী সেই ট্রেনে যেতে অস্বীকৃতি জানালে তাদের পরে সিল্কসিটি ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। এরপর ৭টা ২০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা বিলম্বে সকাল ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।


































