জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়ায় জনতার ঢল
- সর্বশেষ আপডেট ০১:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 82
স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিনটি স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠান, যেখানে সকাল থেকেই সাধারণ মানুষের বিপুল সমাগম দেখা যায়।
অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়, যদিও কিছুটা বিলম্ব হয়। ভোর থেকেই মানুষজন আসতে শুরু করেন। উত্তরা থেকে আসা ফাহিম জানান, “আমি সকাল থেকেই এখানে বসে আছি শুধুমাত্র জুলাই ঘোষণাপত্র সরাসরি শুনতে। এই দিনটি আমাদের ইতিহাসের গর্বের দিন।”
সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, “৩৬ জুলাইয়ের টানা আন্দোলনে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ জন্ম নেয়। আজকের দিনটি সত্যিকার অর্থেই ঐতিহাসিক।”
নিরাপত্তা ও ব্যবস্থাপনা
অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, পুরো এলাকা জুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কাজ করছে।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, জায়গাটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র্যাব সদস্যরাও মোতায়েন রয়েছে।
ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস
বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
ঘোষণাপত্র পাঠের জন্য সংসদ ভবনের বিপরীতে সেচ ভবনের সামনে তৈরি করা হয়েছে প্রধান মঞ্চ। বৃষ্টির সম্ভাবনা থাকায় মঞ্চে জলরোধী ব্যবস্থা রাখা হয়েছে।
সাংস্কৃতিক আয়োজন
সকাল ১১টা থেকে শুরু হয়েছে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে আসেন কলরব, নাহিদ হাসান, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, এসোলস, ওয়ারফেজসহ জনপ্রিয় অনেক শিল্পী ও ব্যান্ডদল।
ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় গাইবেন এলিটা করিম এবং রাত ৮টায় পারফর্ম করবে আর্টসেল। বিশেষ আকর্ষণ হিসেবে রাত ৭টা ৩০ মিনিটে উপস্থাপিত হবে ‘ড্রোন ড্রামা’।
এই আয়োজনটি বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহায়তায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সরকারি তথ্যমতে, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
যান চলাচলে ডিএমপি’র নির্দেশনা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এদিনের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকার সড়ক এড়িয়ে চলতে যানবাহন চালকদের অনুরোধ জানিয়েছে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়ে আগেই একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
































