ত্রিদেশীয় সিরিজে দারুণ সূচনা
জুনিয়র টাইগারদের দাপুটে জয়
- সর্বশেষ আপডেট ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 245
জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ও দাপুটে এক জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগার বাহিনী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে শুরু করল টাইগার যুবারা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি পেসার ও স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৪.৪ ওভারে অলআউট হয় প্রোটিয়া যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে আরমান মানাকের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল ফাহাদ।
লক্ষ্য খুব বড় না হলেও জয়ের পথ সহজ ছিল না। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দেন ওপেনার জাওয়াদ আহমেদ। কিন্তু ইনফর্ম এই ব্যাটার দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। ৯ বলে ২০ রান করেন তিনি।
এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল তামিম দ্রুত বিদায় নেন। মিডল অর্ডারে মোহাম্মদ আবদুল্লাহ ও ফরিদ হাসান কিছুটা চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় দল।
তবে সপ্তম উইকেটে রাতুল ও আল ফাহাদ গড়েন গুরুত্বপূর্ণ ৩১ রানের জুটি। তাতে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। যদিও এরপর আবার দ্রুত দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে টাইগার যুবারা।
শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে ইনিংসের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটার রাতুল। এক প্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন তিনি। রাতুল অপরাজিত থাকেন ৪৫ রানে, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ ২৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় তুলে নেয় এবং সিরিজে দারুণ সূচনা করে। ব্যাটে-বলে অবদান রাখা আল ফাহাদ এবং দায়িত্বশীল ইনিংস খেলা রাতুল ছিলেন ম্যাচের মূল নায়ক।



































