ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুতা পরে শহীদ মিনারে বক্তব্য দিলেন জাকের পার্টির নেতা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ১১:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 81

জুতা পরে শহীদ মিনারে বক্তব্য দিলেন জাকের পার্টির নেতা

জয়পুরহাটে জেলা জাকের পার্টির নির্বাচনী জনসভায় সাধারণ সম্পাদক ডাক্তার এসএম মোজাম্মেল হোসেন জুতা পরে মঞ্চে বক্তব্য দেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়। জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদী, জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন এবং জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল।

সভাস্থলে বক্তব্য দেওয়ার সময় জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন জুতা পরেই মঞ্চে উপস্থিত ছিলেন। শুরু থেকে আসরের আজান পর্যন্ত তিনি জুতা পরে ছিলেন। এ সময় আরও কয়েকজন নেতাকর্মীও মঞ্চে জুতা পরে ছিলেন।

জুতা পরে বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, “ভুল হয়েছে, ক্ষমা চাই।” জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের মতে, ডা. এসএম মোজাম্মেল হোসেন ভুলবশত জুতা পরে মঞ্চে ওঠেন। তিনি বলেন, ভবিষ্যতে কেউ মঞ্চে জুতা না পরে ওঠার জন্য নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুতা পরে শহীদ মিনারে বক্তব্য দিলেন জাকের পার্টির নেতা

সর্বশেষ আপডেট ১১:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

জয়পুরহাটে জেলা জাকের পার্টির নির্বাচনী জনসভায় সাধারণ সম্পাদক ডাক্তার এসএম মোজাম্মেল হোসেন জুতা পরে মঞ্চে বক্তব্য দেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়। জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদী, জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন এবং জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল।

সভাস্থলে বক্তব্য দেওয়ার সময় জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন জুতা পরেই মঞ্চে উপস্থিত ছিলেন। শুরু থেকে আসরের আজান পর্যন্ত তিনি জুতা পরে ছিলেন। এ সময় আরও কয়েকজন নেতাকর্মীও মঞ্চে জুতা পরে ছিলেন।

জুতা পরে বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, “ভুল হয়েছে, ক্ষমা চাই।” জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের মতে, ডা. এসএম মোজাম্মেল হোসেন ভুলবশত জুতা পরে মঞ্চে ওঠেন। তিনি বলেন, ভবিষ্যতে কেউ মঞ্চে জুতা না পরে ওঠার জন্য নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।