ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মান রাষ্ট্রদূতকে নির্বাচনের সময় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 86

জার্মান রাষ্ট্রদূতকে নির্বাচনের সময় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করলেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তাঁর দপ্তরে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপরাধ, বন্দি প্রত্যর্পণসহ দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, দেশে অপরাধ বাড়ছে না; বরং নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা আগের সরকারের সময়ে কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও আশা করা যায়, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

শেখ হাসিনার রায় ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা হয়নি। কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জার্মান রাষ্ট্রদূতকে নির্বাচনের সময় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৪:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করলেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তাঁর দপ্তরে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপরাধ, বন্দি প্রত্যর্পণসহ দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, দেশে অপরাধ বাড়ছে না; বরং নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা আগের সরকারের সময়ে কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও আশা করা যায়, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

শেখ হাসিনার রায় ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা হয়নি। কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।