জামায়াতে যোগ দিচ্ছেন না পাইলট
- সর্বশেষ আপডেট ০৩:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 69
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট নাকি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিচ্ছেন। খবরটি ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয় নানা জল্পনা।
এ নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাইলট। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনাই তার নেই।
পাইলট বলেন, “আমি খেলাধুলার মানুষ। বাবা জাতীয় ফুটবলার ছিলেন, আমিও দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি এবং অধিনায়কত্ব করেছি। এখন বিসিবির পরিচালক হিসেবে ক্রিকেটের উন্নয়নেই মনোযোগ দিচ্ছি। রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আমার নেই। সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি—এ মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। আমি এখন রাজনীতি নিয়েই ভাবছি না।”
তার বক্তব্যেই পরিষ্কার হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘জামায়াতে যোগদানের’ খবরটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ গুজব।































