জামায়াত নেতার আপত্তিকর বক্তব্যে নারীপক্ষ’র নিন্দা
- সর্বশেষ আপডেট ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 40
নারীর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে জামাত নেতার আপত্তিকর বক্তব্যে নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে নারীপক্ষ জানিয়েছে, নারীর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে জামাত নেতার আপত্তিকর ও উদ্ভট উক্তি, মধ্যযুগীয় মনোভাব বাংলাদেশকে আরও পিছনের দিকে ঠেলে দিচ্ছে। অতীতে প্রয়োজনে এই দল শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অংশীদার হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে তাদের এই পশ্চাদমুখী অবস্থান দেশের অর্ধেকের বেশী মানুষের- তথা নারীর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিপ্রায় ছাড়া আর কিছু নয়।
তিনি নারীর কর্মঘণ্টা কমানো ও ধর্ম অনুযায়ী পোশাক নির্ধারণের বিধির কথা বলেছেন। তার এই অবস্থান উদ্দেশ্য প্রণোদিত এবং নারী স্বাধীনতাকে আরও খর্ব করে পুরুষতান্ত্রিক সমাজ গড়ার পদচারণা মাত্র।
নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনোরকম পায়তারা গ্রহণযোগ্য নয়। নারীপক্ষ সকলকে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।






















