জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী
- সর্বশেষ আপডেট ০৩:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 61
গাইবান্ধার পলাশবাড়ীতে আপেল মাহমুদ (৩৫) নামের এক জামায়াত নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। শনিবার (৬ ডিসেম্বর) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায়। আহত আপেল মাহমুদ বাড়াইপাড়ার বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক। অভিযুক্ত হাসান মিয়াও গোয়ালপাড়ার বাসিন্দা এবং নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সাবেক কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে বাড়ি ফেরার সময় আপেল মাহমুদের পথরোধ করে হাসান মিয়া চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়। তাঁর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি প্রশান্ত কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে বিষয়টি নজরে রাখা হচ্ছে।





































