জাপার ৬১ নেতাকর্মী বিএনপিতে যোগদান
- সর্বশেষ আপডেট ০১:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 41
খাগড়াছড়িতে জাতীয় পার্টির (জাপা) পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।
যোগদানদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ নেতাকর্মী রয়েছেন।
এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জাপার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউ গুরত্বপূর্ণ পদে ছিল না। ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পরবে না।
































