ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 103

বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গসংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় গত বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা আসে।

আজ সকাল ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
দুপুর ২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাদেশে জেলা ও মহানগর শাখায় র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলদ-বনজ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট থানা, উপজেলা ও পৌর শাখাগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।

১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল নামে এ অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন। নির্বাচনের আগে সংগঠনটি নেতাকর্মীদের প্রস্তুত করার পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। শীর্ষ নেতারা ইতিমধ্যেই ৪০টি জেলা সফর করেছেন এবং দ্রুত বাকি জেলাগুলোও সফর সম্পন্ন করবেন।

বর্তমান কেন্দ্রীয় কমিটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গঠিত হয়। পরে ২০২৩ সালের ২০ এপ্রিল ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। সংগঠনটি ৮১টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে ৬৯টিতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। এছাড়া দেশে ৯৪৯টি উপজেলা ও পৌর ইউনিটের মধ্যে ৯৩৩টিতে কমিটি গঠন হয়েছে। ইউনিয়ন কমিটির মধ্যে ৩ হাজারের বেশি কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে।

সভাপতি এস এম জিলানী বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু ভোটের জন্য নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুত রাখছে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ৪ সেপ্টেম্বর পূর্ণ হবে, তবে হাইকমান্ড চাইলে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারবে।

সংগঠনটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের শক্তিশালী করছে। শীর্ষ নেতারা বিভিন্ন আসনে প্রার্থী যাচাই-বাছাই, গণসংযোগ ও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট ০১:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গসংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় গত বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা আসে।

আজ সকাল ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
দুপুর ২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাদেশে জেলা ও মহানগর শাখায় র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলদ-বনজ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট থানা, উপজেলা ও পৌর শাখাগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।

১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল নামে এ অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন। নির্বাচনের আগে সংগঠনটি নেতাকর্মীদের প্রস্তুত করার পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে। শীর্ষ নেতারা ইতিমধ্যেই ৪০টি জেলা সফর করেছেন এবং দ্রুত বাকি জেলাগুলোও সফর সম্পন্ন করবেন।

বর্তমান কেন্দ্রীয় কমিটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গঠিত হয়। পরে ২০২৩ সালের ২০ এপ্রিল ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। সংগঠনটি ৮১টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে ৬৯টিতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। এছাড়া দেশে ৯৪৯টি উপজেলা ও পৌর ইউনিটের মধ্যে ৯৩৩টিতে কমিটি গঠন হয়েছে। ইউনিয়ন কমিটির মধ্যে ৩ হাজারের বেশি কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে।

সভাপতি এস এম জিলানী বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু ভোটের জন্য নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুত রাখছে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ৪ সেপ্টেম্বর পূর্ণ হবে, তবে হাইকমান্ড চাইলে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারবে।

সংগঠনটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের শক্তিশালী করছে। শীর্ষ নেতারা বিভিন্ন আসনে প্রার্থী যাচাই-বাছাই, গণসংযোগ ও সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছেন।