ছুঁয়েছেন স্বপ্নের মঞ্চ
জাতীয় রাগবি দলে সাতক্ষীরার রাসেল
- সর্বশেষ আপডেট ০৮:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 279
আসন্ন নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক রাগবি সিরিজ ২০২৫-এর জন্য ঘোষিত প্রাথমিক জাতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাতক্ষীরার রাসেল গাজী। বাংলাদেশ রাগবি ফেডারেশনের ঘোষিত ৩২ সদস্যের ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছেন খুলনা বিভাগীয় রাগবি দল ও সাতক্ষীরা জেলা রাগবি দলের অধিনায়ক এই তরুণ ক্রীড়াবিদ।
শুক্রবার (৩০ মে) রাতে ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক স্কোয়াডে স্থান পাওয়া খেলোয়াড়দের বাংলাদেশ রাগবি ফেডারেশনের টিম ম্যানেজার সরোয়ার রাকিবের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কাজী মহল্লার মো. নূর হাসান গাজী ও মোছা. শেফালী বেগমের বড় ছেলে রাসেল। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় এবং বর্তমানে রাগবির রাইট উইং পজিশনে খেলছে। তিনি ২০২৩ সালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৬০ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন।
রাগবি অঙ্গনে রাসেলের অভিজ্ঞতা ও নেতৃত্ব বেশ সমৃদ্ধ। গেল যুব গেমসে খুলনা বিভাগীয় দলের অধিনায়কত্ব করেন তিনি। এছাড়া ন্যাশনাল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দল রানারআপ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই কৃতি খেলোয়াড়।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া রাসেলের জন্য যেমন সম্মানজনক, তেমনি সাতক্ষীরা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য এটি এক গর্বের অর্জন।


































