জাগপা সভাপতিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০২:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 66
রাজধানীর বিজয়নগর এলাকায় কুপিয়ে আহত করা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান তিনি।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জাগপা সভাপতিকে আঘাত করে পালিয়ে যান। এ হামলায় তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়।
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, রাতে লুৎফুর রহমান গণ-অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক শেষে সড়ক পার হওয়ার সময় হামলার শিকার হন। একদল সন্ত্রাসী রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে। পরে দ্রুত তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।































