ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন মুসল্লিরা

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে ও ব্রিজ ভেঙে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত আরও ৬ জন হন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভোর থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন মুসল্লিরা। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ দরুদ পাঠের মাধ্যমে জুলুসে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজিত এই জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

আনজুমান ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ জুলুসে শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে আগে থেকেই নানা বিধি-নিষেধ আরোপ করা হয়। ড্রাম সেট বাজানো, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সাজে চট্টগ্রাম নগরী। বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার-ফেস্টুন, পতাকা। বসানো হয়েছে অস্থায়ী দোকান, স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত। পুরো এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজন নিহত

সর্বশেষ আপডেট ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে ও ব্রিজ ভেঙে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত আরও ৬ জন হন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভোর থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন মুসল্লিরা। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ দরুদ পাঠের মাধ্যমে জুলুসে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজিত এই জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

আনজুমান ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ জুলুসে শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে আগে থেকেই নানা বিধি-নিষেধ আরোপ করা হয়। ড্রাম সেট বাজানো, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সাজে চট্টগ্রাম নগরী। বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার-ফেস্টুন, পতাকা। বসানো হয়েছে অস্থায়ী দোকান, স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত। পুরো এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।