জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস
- সর্বশেষ আপডেট ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 55
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ঘটনার প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি সোমবার সকাল ১০টার মধ্যে সকল ছাত্রীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদভাবে বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থা চালু করবে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের পৌঁছে দিতে রওনা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের অবস্থা যাচাই করতে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “৪ ডিসেম্বরের মধ্যে কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে অনলাইনে ক্লাস চালানো হবে। কিছু বিভাগের ভাইভা চলমান থাকলেও শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করে ভাইভা নেওয়ার অনুমতি পেতে পারেন।”
উপাচার্য আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (জকসু) কার্যক্রম যথারীতি চলমান থাকবে। তবে আগামীকাল শিক্ষার্থীদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন সভা আয়োজন করবে।
































