ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি ছিনতাই মামলার তিন আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 67

জঙ্গি ছিনতাই মামলার তিন আসামি কারাগারে

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এই তিনজন আগে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ থাকলেও সেদিন কোনো অগ্রগতি না হওয়ায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আইনজীবী আরও জানান, তিন আসামি অন্য মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। ৩ ডিসেম্বর নির্ধারিত তারিখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ আদালতে হাজির করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। মামলায় মোট আসামি ২০ জন—এর মধ্যে দুইজন জামিনে, ছয়জন পলাতক এবং ১২ জন কারাগারে ছিলেন। অভিযোগ গঠনের পর দুপুর সোয়া ১২টার দিকে আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে ছুড়ে দুই আসামি—আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়।

এই ঘটনায় একইদিন রাতে আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ ২০ জনকে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জঙ্গি ছিনতাই মামলার তিন আসামি কারাগারে

সর্বশেষ আপডেট ০৮:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এই তিনজন আগে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ থাকলেও সেদিন কোনো অগ্রগতি না হওয়ায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আইনজীবী আরও জানান, তিন আসামি অন্য মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। ৩ ডিসেম্বর নির্ধারিত তারিখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ আদালতে হাজির করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। মামলায় মোট আসামি ২০ জন—এর মধ্যে দুইজন জামিনে, ছয়জন পলাতক এবং ১২ জন কারাগারে ছিলেন। অভিযোগ গঠনের পর দুপুর সোয়া ১২টার দিকে আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে ছুড়ে দুই আসামি—আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়।

এই ঘটনায় একইদিন রাতে আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ ২০ জনকে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।