ছবি-ভিডিও দিয়ে ফের বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৪:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 170
আবু ত্বহা মুহাম্মদ আদনানের সঙ্গে জারিন জাবিন নামে এয়ার হোস্টেসের সম্পর্কের অভিযোগের পর এবার তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার বিভিন্ন ছবি ও ভিডিওসহ নতুন অভিযোগ তুলেছেন।
সোমবার রাতের এক ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লেখেন, তাঁর স্বামীর সঙ্গে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বলেন, “আমার অতীত জীবনের ভুল বা কলঙ্ককে সামনে এনে আমাকে অপরাধী দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার স্বামীর বর্তমান আচরণ নির্বিকার থেকে যায় না।”
সাবিকুন নাহার দাবি করেন, তাঁর স্বামী শিক্ষাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, স্বামীর সঙ্গে বিভিন্ন নারীর সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ বা ব্যক্তিগত যোগাযোগ ছিল। এর মধ্যে কয়েকজন নারীকে প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজের মাধ্যমে কাছে আনা হতো।

তিনি জানান, স্বামীর আচরণে তাঁর মানসিক চাপ বেড়েছে এবং পরিবারের শান্তি নষ্ট হয়েছে। সাবিকুন নাহার উল্লেখ করেন, “রাস্তায় কোনো মেয়ে দেখলেও তিনি মাশাল্লাহ বা সুবহানাল্লাহ বলে তাকাতেন। কিন্তু এর ফলে আমার সংসার, আমার দুটো বেবি ছন্নছাড়া হয়ে গেছে। আমি পাঁচ বছরের সংসার জীবনে স্বামীর সঙ্গে সবকিছু ঠিক রাখতে চেয়েছি।”
সাবিকুন নাহার আরও বলেন, স্বামীর কাছে থাকা অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্কের কারণে তাঁর উপর মানসিক নির্যাতন চলতে থাকে। তিনি অভিযোগ করেন, স্বামী বিভিন্ন মেয়েকে প্রতিষ্ঠান, মাদ্রাসা ও অনলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগে রাখতেন।
অনলাইনে এসব প্রকাশের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “বিভিন্ন স্টুডেন্ট অভিযোগ এনেছিলো, সমাধান হয়নি। অনলাইনে প্রকাশ করার মাধ্যমে বিষয়টি গুরুত্ব পায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।”
































