চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
- সর্বশেষ আপডেট ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 6
শেষ বাঁশির আগ পর্যন্ত উত্তেজনা থেমে ছিল না চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে। একযোগে চলা ম্যাচগুলো যেন প্রতিটি গোল নতুন করে লিখে দিয়েছে পয়েন্ট টেবিলের গল্প। শেষ রাউন্ডের এই রাত ছিল নাটক আর আবেগের মেলবন্ধন- কিছু দলের জন্য আনন্দের উচ্ছ্বাস, আবার কিছু দলের জন্য হতাশার ছায়া।
শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দল-আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে।
বিদায় নিয়েছে কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।
প্লে-অফে খেলবে:
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।































