ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ময়মনসিংহে ২ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 93

চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ময়মনসিংহে ২ গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন মজলু মিয়া (৫০) ও সুজন মিয়া (৩০), তারা কাশিগঞ্জ এলাকার বাসিন্দা। আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেল ও রাতে নগরী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

ঘটনার ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ (৭০) কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. শহীদ আকন্দ গত শনিবার মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

ওসি টিপু সুলতান বলেন, “ঘটনাটি প্রায় চার মাস পূর্বের। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তারা থানায় অভিযোগ দায়ের করেন।”

মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে। বৃদ্ধ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত করুণ আর্তনাদ করে ‘আল্লাহ তুই দেহিস’ বলে বলতে দেখা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ময়মনসিংহে ২ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন মজলু মিয়া (৫০) ও সুজন মিয়া (৩০), তারা কাশিগঞ্জ এলাকার বাসিন্দা। আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেল ও রাতে নগরী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

ঘটনার ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ (৭০) কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. শহীদ আকন্দ গত শনিবার মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

ওসি টিপু সুলতান বলেন, “ঘটনাটি প্রায় চার মাস পূর্বের। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তারা থানায় অভিযোগ দায়ের করেন।”

মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে। বৃদ্ধ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত করুণ আর্তনাদ করে ‘আল্লাহ তুই দেহিস’ বলে বলতে দেখা গেছে।