চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 223
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে গালার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
পরিবারের বরাতে জানা গেছে, বাবু দুপুর সাড়ে ১২টার দিকে আরও কয়েকজনের সঙ্গে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন সীমান্তের কাছে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৭৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গুলি চালালে বাবু ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়।
নিহতের বাবা নুর ইসলাম বলেন, “আমার ছেলে সীমান্তে শুধু ঘাস কাটতে গিয়েছিল। কোনো অবৈধ কর্মকাণ্ডে সে জড়িত ছিল না। বিনা উসকানিতে গুলি চালানো হয়েছে। আমরা তার মরদেহ ফেরত চাই।”
ঘটনার খবর পেয়ে দর্শনা থানার ওসি মো. শহীদ তিতুমীর নিহতের বাড়ি পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বাবু গরুর জন্য ঘাস কাটতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ দাবি করেছে, তারা স্বর্ণ চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে গুলি চালায়, এ সময় একজন গুলিবিদ্ধ হন। বিজিবি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহ ফেরত আনা ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
































